ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর রায়পুর মেঘনা থেকে অস্ত্র সহ ৭ জলদস্যু আটক

প্রকাশিত: ১৭:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

লক্ষ্মীপুর রায়পুর মেঘনা থেকে অস্ত্র সহ ৭ জলদস্যু আটক

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদী থেকে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে জলদস্যুদের আটক করা হয়।এদিন সকালে এক সংবাদ ব্রিফিংএ রায়পুর উপজেলার হায়দরগঞ্জ ক্যাম্প কোস্টগার্ড কনটিজেন্ড কমান্ডার মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেঘনায় টহলকালে অভিযান চালিয়ে আক্তার মোল্লাহ্ (২৮), শফিক হাওলাদার (২০), বারেক শিকদার (২৬), ইসমাইল মোল্লাহ্ (২২), দীন ইসলাম (২৫), মুক্তার মোল্লাহ্ (২০) ও আক্তার রাঢ়ী (২৩) সহ ৭ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের নিকটবর্তী রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জলদস্যুদের ব্যবহৃত দেশী অস্ত্র লোহার হুক, চারটি কাঠের মুগুর, চারটি চাপাতি, তিনটি শাবল, রাকসা, দামদা, লোহার পাইব ও পাম্প জব্দ করা হয়। আটকৃতদের প্রত্যেক এর বাড়ী বরিশাল জেলার হিজলা এলাকায়।
×