ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁ জেলায় মাঠে মাঠে রোপন করা হচ্ছে বোরো ধান

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ জানুয়ারি ২০২১

নওগাঁ জেলায় মাঠে মাঠে রোপন করা হচ্ছে বোরো ধান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ দেশের উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা উত্তরের নওগাঁর মাঠে মাঠে এখন বোরো ধান রোপনের মহোৎসব চলছে। জেলার ১১টি উপজেলার অবারিত ফসলের মাঠ জুড়ে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমিতে পানি সেচ, হাল-চাষ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা তৈরী জমিতে রোপনের কাজ চলছে পুরোদমে। এসব মাঠে কেবলই কলের লাঙ্গলের শব্দ, কোথাও গরুর পায়ে পানির ঝপ ঝপ শব্দ, আর কৃষান কিষানীদের গুন গুন গানে মুখরিত। কনকনে শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে মাঠে মাঠে চলছে বোরো ধান লাগানোর কাজ। নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানান, যদিও চলতি বোরো মৌসুমে জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬শ’ ২৫ হেক্টর জমিতে। বিগত আমন মৌসুমে কৃষকরা ধানের নায্য মুল্য পাওয়ার ফলে বোরো মৌসুমে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি জানান, ২৬ জানুয়ারি পর্যন্ত জেলায় ৮৫ হাজার ৬শ’ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে কৃষকরা হাইব্রীড এবং উন্নত ফলনশীল উফশী জাতের ধান রোপন করছেন। হাইব্রীড জাতের মধ্যে সিনজেনটা-১২০৩ ও ছক্কা এবং উফশী জাতের মধ্যে কাটারী, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮১, জিরাশাইল ইত্যাদি ধান রোপন করছেন জেলার কৃষকরা। কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৮০ হাজার ৬শ’ ২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। এর মধ্যে হাইব্রীড জাতের ১১ হাজার ৭শ’ ১০ হেক্টর এবং ১ লাখ ৬৮ হাজার ৯শ’ ১৫ হেক্টর উন্নত ফলনশীল উফশী জাতের। চালের আকারে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫৮ হাজ্রা ৬শ’ ৯৬ মেট্রিক টন। এর মধ্যে হাইব্রীড জাতের ৬২ হাজার ৭শ’ ৬৬ মেট্রিক টন এবং উফশী জাতের ৬ লাখ ৯৫ হার্জা ৯শ’ ৩০ মেট্রিক টন।
×