ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে চা বিক্রেতার ওপর হামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: ১৭:২০, ১৯ জানুয়ারি ২০২১

মির্জাপুরে চা বিক্রেতার ওপর হামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে চা দিতে দেরী হওয়ায় দোকানীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় নাফিউর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চা দোকানী অজিত সরকারের বাড়ী মির্জাপুর পৌরশহরের বণিক পাড়ায়। তার পিতার নাম রতন সরকার। গ্রেফতারকৃত নাফিউর সদরের পুষ্টকামুরী গ্রামের শহিদুল আলম রতনের পুত্র। হামলার সময় দোকানী অজিতকে কিল ঘুষি ও লাথি মেরে চা তৈরীর ফুটন্ত পানিতে ফেলে দিলে তার মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় অজিতের স্ত্রী মৃদুলা রানী মির্জাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ সোমবার সন্ধ্যায় নাফিউরকে গ্রেফতার করে। এদিকে অজিত সরকার এখন কুমুদিনী হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় দগ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। জানা গেছে, মির্জাপুর পৌর শহরের বণিকপাড়ার বাসিন্দা প্রয়াত রতন সরকারের ছেলে অজিত সরকার (৫০) কালীবাড়ী রোডের গলিতে ছোট একটি চায়ের দোকান করে সংসার চালান। বৃহস্পতিবার সন্ধ্যার পর নাফিউর তাদের দোকানে কয়েক কাপ দুধ চা দিতে অর্ডার করেন। চা দিতে দেরী হওয়ায় কিছুক্ষণ পর নাফিউর এসে দোকানী অজিত সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে লাথি ও মারপিট করতে থাকেন। এ সময় অজিত চা তৈরীর ফুটন্ত পানিতে পড়ে গেলে অজিতের মুখ ও হাতসহ শরীরের একাধিক স্থান ঝলসে যায়। লোকজন এসে অজিতকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। এদিকে সোমবার অজিতের স্ত্রী মৃদুলা নাফিউরকে অভিযুক্ত করে মির্জাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ সন্ধ্যায় নাফিউরকে গ্রেফতার করে। মির্জাপুর থানার এসআই ফয়েজ উদ্দিন বলেন, নাফিউরকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার আদালতে নেয়া হয়েছে।
×