ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাগুরার প্রাচীন ঘোড়া দৌড় প্রতিযোগীতা

প্রকাশিত: ১৭:০৮, ১৯ জানুয়ারি ২০২১

মাগুরার প্রাচীন ঘোড়া দৌড় প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ মঙ্গরবার বিকালে দুই দিন ব্যাপী মাগুরার শতবর্ষের প্রাচীন ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও গ্রামীণ মেলা শেষ হয়েছে । সোমবার এই মেলা শুরু হয়েছিল। জেলার মহম্মদপুরের খালিয়া গ্রামে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও গ্রামীণ মেলা অনুষ্টিত হয় । ঘোড়া দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয় । এউপলক্ষে স্কুল মাঠে গ্রামীণ মেলা অনুষ্টিত হয় । মেলায় মিষ্টি , মাছসহ নানা ধরনের পণ্য ওঠে বিক্রির জন্য । মেলা চলে গভীর রাত অবধি । নির্মল বিনোদনের জন্য হাজার হাজার লোকের সমাগম ওঠে । খালিয়া গ্রামবাসীরা প্রায় একশত বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। মহম্মদপুরের পাল্লাশীরগ্রামের আনোয়ার মিয়ার ঘোড়া ১ম , একই গ্রামের ঘোড়া ২য় এবং রায়পুর গ্রামের ঘোড়া ৩য় স্থান অধিকার করে। আয়োজক কমিটির কর্মকর্তা অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম জানান, গ্রামবাংলার সংস্কুতিকে ধরে রাখার জন্য একশত বছর ধরে এই মেলা অনুষ্টিত হয়ে আসছে । বিভিন্ন এলাকা থেকে এবছর ১৬টি দৌড়ে অংশ নেয় ।
×