ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নান্দাইলে ২১ লাখ টাকা চুরি ॥ মাটির নিচ থেকে ৭ লাখ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ১৭:২৪, ১৮ জানুয়ারি ২০২১

নান্দাইলে ২১ লাখ টাকা চুরি ॥ মাটির নিচ থেকে ৭ লাখ উদ্ধার, গ্রেফতার ১

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় বাংলালিঙ্কের অফিসে গভীররাতে লকাড় ও ড্রয়ার ভেঙ্গে ২১ লাখ ১৭ হাজার টাকা চুরি হয়েছে। পুলিশ রবিবার বিকেলে প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তির বসত ঘরের মাটি খুড়ে ৬ লাখ ৮৬ হাজার ২০ টাকা উদ্ধার করেছে। শুক্রবার রাতে কোনো এক সময় দুর্ধর্ষ চুরি ঘটনাটি ঘটলেও আজ সোমবার মামলার পর সাদ্দামকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল পৌর সদরে ইসহাক প্লাজার তৃতীয় তলায় বাংলালিঙ্কের ডিস্ট্রিবিউটর অফিস। এখান থেকে তিন উপজেলায় বাংলালিঙ্ক সিমের টাকা লেনদেন হয়। ঘটনার দিন রাতে ম্যানেজার নুরুল্লাহ বিক্রয় প্রনিধিদের কাছ থেকে মার্কেটিংয়ের টাকা বুঝে নিয়ে লকার ও ড্রয়ারে থালা বন্ধ অবস্থায় রাখে যায়। শুক্রবার সকালে অফিসের প্রবেশ করে দেখতে পান ২১ লাখ ১৭ হাজার টাকা খোয়া গেছে। এসময় অফিসের সকল দরজায় তালা ঠিকই ছিল। নান্দাইল থানার এসআই আব্দুল করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বুঝতে পারেন ঘটনাটি রহস্য জনক। তাই তিনি প্রথমে মার্কেটের কেয়ারটেকার রিয়াদের খোঁজ করেন। তখন রিয়াদের সন্ধান না পেয়ে প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন রিয়াদের সাথে সাদ্দাম হোসেন নামে একজনের বেশ কয়েকবার মোবাইল ফোনে কথা হয়েছে। সেই সুত্র ধরে সাদ্দামকে আটক করে জানা যায় রিয়াদ শনিবার সাদ্দামকে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে বাড়িতে মাটির নিচে পুতে রাখার জন্য বলে। পরে পুলিশ সাদ্দামের বাড়ির একটি ঘরের মাটি খুড়ে ৬ লাখ ৮৬ হাজার ২০ টাকা উদ্ধার করেছে। জানা গেছে, সাদ্দাম সর্ম্পকে রিয়াদের ভাগিনা। সাদ্দামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সে ওই গ্রামের ইমাম হোসেনের পুত্র।
×