ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১৬টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৭:২১, ১৭ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১৬টি ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে দোকানঘর ও স্টোর-রুমসহ ১৬টি ঘর পুড়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে সঙ্গিত ইলেক্ট্রনিক্স নামে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ইলেক্ট্রনিক্স, টেলিভিশন, মোবাইল, স্টেশনারি, ঔষধ বিপনী ও মুদি মালামালের দোকান এবং স্টোর-রুমসহ ১৬টি ঘরে আগুন লেগে যায়। কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানিয়েছেন, খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার-সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছিলেও ঘটনাস্থলে রাস্তা প্রশস্ত না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের অনেক বেশি সময় লেগে যায়। ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকাণ্ডে সেখানকার বিভিন্ন ব্যবসায়ীর অন্ত:ত পৌনে দু’ কোটি টাকার ক্ষতি হয়েছে।
×