ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর পৌর মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২১:৩৩, ১৫ জানুয়ারি ২০২১

সৈয়দপুর পৌর মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা সৈয়দপুর পাটোয়ারীপাড়া কলেজ মাঠে জানাজা শেষে বিকাল ৪টায় পাটোয়ারীপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজনৈতিক জীবনে তিনি একবার সংসদ সদস্য (নীলফামারী-৪ আসন), একবার সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং চারবার সৈয়দপুর পৌরসভার চেয়ারম্যান/মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে আগামীকাল ১৬ জানুয়ারী সৈয়দপুর পৌরসভার নির্বাচনে যে ভোটগ্রহনের দিন ছিল তা সকল পদেরর ভোট স্থগিত করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম । তিনি বলেন, খুব শিগগিরই নতুন করে তফসিল ঘোষণা করা হবে। স্বজনরা জানান, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন সরকার। সেখানে তিন দফা নমুনা পরীক্ষার সবটিতে করোনা পজিটিভ আসে। এক সপ্তাহ ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ও লাইফ সাপোর্টে ছিলেন। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল পনে ৭টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাতেই ঢাকা থেকে সড়কপথে তার মরদেহ সৈয়দপুরে নিয়ে আসা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) সংসদ সদস্য আদেলুর রহমান, সাবেক এমপি জাপা আলহাজ শওকত চৌধুরী, জাতীয় পার্টির সৈয়দপুর সভাপতি ও আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম, দিনাজপুরের সাবেক এমপি আকতারুজ্জামান, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক মহসিনুল হক।
×