ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০২, ১৫ ডিসেম্বর ২০২০

করোনায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৯৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭০৮৯ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৯৪৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮২৮ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১০ জন নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৭, খুলনায় ৩ জন, রাজশাহীতে ১ এবং সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৩৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪০৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৯ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯২ হাজার ৬৬১ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১০৬০ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১১০২ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৫৬২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৭২৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪১ হাজার ৮৬৩ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৫১৫টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২৯৭৪ জন এবং খালি রয়েছে ৮৫৪১টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৭৮টি, ভর্তিকৃত রোগী ৩৪৮ জন এবং খালি রয়েছে ২৩০টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৩ হাজার ৬৬৩টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৬০৪টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৪০৩টি।
×