ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নাট্যকার আজম খানের দশ নাটক

প্রকাশিত: ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০২০

নাট্যকার আজম খানের দশ নাটক

স্টাফ রিপোর্টার ॥ নাট্যকার আজম খান। নিয়মিত নাটক লিখছেন। তার লেখা বেশ কিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে আজম খানের লেখা দশটি নাটকের শূটিং চলছে। নাটকগুলো হচ্ছে- আসাদুজ্জামান আসাদের ‘রকস্টার’ ও ‘তালাক’, এমদাদুল হক খানের ‘আফটার ব্রেক আপ’, অপূর্ব আমিনের ‘যুগল’, জিকু চৌধুরীর ‘চল ভালবাসি দুজনে’, মামুন খানের ‘প্রিয় বান্ধবী’ ও ‘কৈতরী’, মুসতাক মুকুলের ‘বল্লম’, এস কে শুভর ‘যাত্রী’ ও ‘দম্পতি’, মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। নাট্যকার আজম খান মনে করেন বর্তমানে অনেক ভালমানের স্ক্রিপ্ট আছে। বাজেটের অপ্রতুলতার কারণে নাটক নির্মাণ সঠিক হচ্ছে না। আপনি তো নাট্যকার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক, নাট্যকারদের জন্য আপনার পরিকল্পনা কী? অনেক পরিকল্পনাই আছে তবে বলতে চাই প্রশিক্ষণের বিকল্প নাই। আমার একান্ত ইচ্ছে সাতদিনের প্রশিক্ষণ ক্যাম্প করার সেখানে সদস্যরা নাটক লিখবেন। ভাল স্ক্রিপ্ট নিয়ে চরিত্র, সংলাপ, চিত্রনাট্য এবং আমরা সেটাকে ক্যামেরায় ধারণসহ সবকিছু প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে দেখানোর খুব ইচ্ছে। তাহলে নাট্যকারগণের কিছুটা হলেও উপকারে আসবে।
×