ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে এলজিইডি’র ব্রীজের রেলিং ভেঙ্গে বাড়ীর রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ২১:১৩, ২ ডিসেম্বর ২০২০

মির্জাপুরে এলজিইডি’র ব্রীজের রেলিং ভেঙ্গে বাড়ীর রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে এলজিইডি’র ব্রীজের রেলিং ভেঙ্গে বাড়ীর রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবু খানের ভগ্নিপতি মনজুর রহমান ও তার ভাই হোসেন আলী এই রাস্তা নির্মাণ করছেন বলে জানা গেছে। এ ঘটনায় গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের হুমকী দেয়ার অভিযোগও উঠেছে ওই নেতার বিরুদ্ধে। জানা গেছে, ২০০২-২০০৩ অর্থ বছরে চরবিলসা গ্রামের খালের উপর ২০ মিটার দৈর্ঘ্য একটি ফুট ব্রীজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মির্জাপুর অফিস। ওই ব্রীজটি নির্মাণ হওয়ার পর গ্রামের মানুষ সহজে বারিন্দা বাজারসহ উপজেলা সদরে নির্বিঘেœ যাতায়াত করতে পারেন। গত কয়েকদিন পূর্বে মনজুর রহমান ও তার ভাই হোসেন আলী তাদের বাড়ীসহ বেশ কিছু পরিবারের যাতায়াতের রাস্তা নির্মণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মির্জাপুর অফিস কর্তৃক নির্মিত ব্রীজের রেলিংয়ের একাংশ ভেঙ্গে ফেলে এবং ব্রীজ সংলগ্ন জমির মালিককে না জানিয়েই রাস্তা নির্মণের উদ্যোগ নেন । এই কাজে বাবু খান সহযোগীতা করেন বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে জড়িত চরবিলসা গ্রামের হোসেন আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ব্রীজের রেলিং ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, তিনি ও তার ভাই মনজুর রহমান নিজ উদ্যোগে এই রাস্তা নির্মাণ করছেন। জমির মালিক চান মিয়ার ছেলে আব্দুল হক ও ফজলুল হক বলেন, আমাদের না জানিয়েই বাবু খানের ভগ্নিপতি মনজুর রহমান তার নিজ বাড়ি যাওয়ার রাস্তা আমাদের জমির ওপর দিয়ে বানাচ্ছেন। আওয়ামী লীগ নেতা বাবু খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্রামবাসীর যাতায়তের স্বার্থে রাস্তা তৈরি করা হচ্ছে। এ কাজের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে তিনি জানান। আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, বেশ কিছু পরিবারের জন্য ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ করা হচ্ছে এটি ভাল কাজ হলেও ব্রীজের রেলিং ভাঙ্গা ঠিক হয়নি বলে তিনি জানান। মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, এলাকা পরিদর্শন করে ব্রীজের রেলিং ভাঙ্গার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
×