ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে সিংগুয়া নদী দখলের প্রতিবাদ

প্রকাশিত: ১৫:০৮, ২ ডিসেম্বর ২০২০

কিশোরগঞ্জে সিংগুয়া নদী দখলের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ এককালের খরস্রোতা কিশোরগঞ্জের ‘ত্রিমোহনা’ হিসেবে খ্যাত হাজারও মানুষের জীবিকা উপার্জনের অন্যতম ধারক বাহক সিংগুয়া নদীর অবৈধ দখল উচ্ছেদ, দূষণ প্রতিরোধ ও খননের মাধ্যমে অবাধ পানি প্রবাহ নিশ্চিতের দাবিতে এবার ফুঁসে উঠেছেন এলাকাবাসী। আজ বুধবার সকালে পুলেরঘাট বাজারে সিংগুয়া নদীরপাড় কিশোরগঞ্জ-ভৈরব হাইওয়ে সড়কে ‘রিভার বাংলা’ নদী বিষয়ক পত্রিকার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনের লোকজন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন। সমাজকর্মী মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সিংগুয়া নদী রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করে স্বাগত বক্তৃতা করেন কর্মসূচীর উদ্যোক্তা লেখক ও রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ। সংস্কৃতিকর্মী জিয়াউল হক বাতেন এর সঞ্চালনায় কর্মসূচীতে অংশ নিয়ে দাবির যৌক্তিকতা তুলে ধরে অন্যদের বক্তব্য রাখেন সমাজসেবক-রাজনীতিক আঃ রহমান রুমি, কবি গোলাপ আমিন, কৃষক লীগ নেতা জাকির হোসেন জুয়েল, যুবলীগ নেতা একরাম হোসেন মানিক, প্রভাষক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শরীফুল হাসান রুবেল, সংস্কৃতির্মী শেখ নজরুল ইসলাম, সুমন খান প্রমুখ। বক্তারা সিংগুয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূষণ প্রতিরোধ ও খননের মাধ্যমে অবাধ পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নদী পুনঃখননের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
×