ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে নিখোঁজের ৪দিন পর জলাশয় থেকে ইটভাটার পাহাদারের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪:৪৪, ২৮ নভেম্বর ২০২০

শেরপুরে নিখোঁজের ৪দিন পর জলাশয় থেকে ইটভাটার পাহাদারের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪দিন পর জলাশয় থেকে সোহেল মিয়া ওরফে বাবু (৩০) নামে ইটভাটার এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশে জলাশয় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু স্থানীয় গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহারাদার। পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহেল দীর্ঘদিন যাবত একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করে। গত ২৪ নবেম্বর মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরে তাকে খোঁজাখোজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এদিকে শনিবার সকাল ১০টার দিকে নয়ানী শ্রীবরদী এলাকা রাস্তার পাশে জলাশয়ে তার লাশ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সোহেলের সহকর্মী সাইদুর রহমান জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে খাবার কথা বলে সে বাড়িতে যায়। আর ফিরে আসেনি। ওই ইটভাটার কয়লা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, সোহেল সবার সাথে মিলেমিশে কাজ করতো। কারো সাথে তেমন কোনো বিরোধ ছিল না। আজ সকালে জানতে পারি তার লাশ পানিতে পড়ে আছে। তবে এ ব্যাপারে নিহত বাবুর মা খোদেজা বেগম ও স্ত্রী ইয়াছমিন জানায়, সোহেলকে হত্যা করা হয়েছে। তারা ওই হত্যার বিচার চায়। পুলিশ জানায়, লাশের পরনে লুঙ্গি ও গায়ে জাম্পার ছিল। পানিতে থাকার কারণে লাশ অনেকটাই ফুলে গেছে। লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
×