ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে গর্ভে সন্তান নিয়ে আত্বহত্যা করেছে গৃহবধু

প্রকাশিত: ১৪:২৬, ২৮ নভেম্বর ২০২০

সৈয়দপুরে গর্ভে সন্তান নিয়ে আত্বহত্যা করেছে গৃহবধু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আট মাসের অন্তঃসত্ত্বা বর্ষা রানী(১৯)। দুই মাস পরেই পৃথিবীর আলো দেখতে পেতো অনাগত সন্তানটি। কিন্তু এই অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল তার শয়ন কক্ষে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর বড়দহ গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আজ শনিবার মরদেহের ময়নাতদন্ত করা হবে জেলার মর্গে। পরিবারের লোকজন জানান বর্ষা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর বড়দহ গ্রামের সুমন চন্দ্রের স্ত্রী। শুক্রবার রাতে এই গৃহবধূ তার শয়ন কক্ষেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারন কেউ না বললেও গ্রামবাসীর ধারনা স্বামীর সঙ্গে বিবাদে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে বর্ষা নিজে সহ তার গর্ভের সন্তানকেও মেরে ফেললো। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে নিহতের (বর্ষা) বাবা মানিক দাস নিজে বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। আজ শনিবার দুপুরে মরদেহটি জেলার মর্গে ময়নাতদন্ত করা হবে।
×