ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের হুমকি

প্রকাশিত: ১৮:২২, ৩০ অক্টোবর ২০২০

টঙ্গীতে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের হুমকি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে টঙ্গীর স্টেশন রোডে বিক্ষোভ সমাবেশে ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার হুমকি দিয়েছে স্হানীয় হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখা। শুক্রবার জুমা নামাজের পর এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে প্রায় দু'ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিভিন্ন পোষ্টার ব্যানার নিয়ে স্টেশন রোডে সমবেত হন। হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী ও গাজীপরের বিভিন্ন মসজিদের ইমাম এবং হেফাজত ইসলামের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার এবং দেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি জানান। আগামি ২৪ ঘন্টার মধ্যে ফান্সের সকল মসজিদ ও ইসলামকি সেন্টার খুলে দিতে হবে। তারা আরো বলেন বিশ্বের অনেক দেশ এ ব্যাপারে স্বোচচার হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে জরুরী ভিত্তিত্বে বাংলাদেশের সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান জানান। প্যারিসসহ যে সকল দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্গচিত্র স্থাপন করেছেন, সেখান থেকে তা সরিয়ে মহানবী (সাঃ) এর প্রশংসা পত্র টাংঙ্গাতে হবে। সরকার এব্যাপারে পদক্ষেপ না নিলে প্রয়োজনে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হবে এবং লংমার্চ করে ঢাকা অচলেরও ঘোষনা দেন সমাবেশ থেকে। ফ্রান্সের উদ্দেশে বলেন ধর্ম নিরপেক্ষতা দাবি করলে সকল ধর্মকে সমান অধিকার দিতে হবে।
×