ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর পুঠিয়ায় ভুল চিকিৎসা ॥ হাসপাতাল মালিকের সাজা

প্রকাশিত: ১৫:০০, ২৯ অক্টোবর ২০২০

রাজশাহীর পুঠিয়ায় ভুল চিকিৎসা ॥ হাসপাতাল মালিকের সাজা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শাবানা বেগম (২৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের আল-মাহাদী ইসলামী হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত শাবানা বেগম জেলার দুর্গাপুর উপজেলার পালসা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। প্রসব বেদনা নিয়ে ওইদিন বিকেলে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় হাসপাতাল মালিক মনসুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই আনাছ। রাত ৯টার দিকে হাসপাতালে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন তিনি। একইসঙ্গে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন ও ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। প্রতিবেদন পেলে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান ইউএনও। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ডা. ফয়সাল শাহনেওয়াজ অপারেশন করে ওই প্রসূতির ছেলে সন্তান প্রসব করান। নবজাতক সুস্থ থাকলেও অপারেশন থিয়েটারেই মারা যান প্রসূতি। রাতে ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা হাসপাতালটি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসপাতাল মালিক ও চিকিৎসককে হেফাজতে নেয়া হয়। রাতে সেখানে ইউএনও আসেন। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে এর মালিককে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে কমিটি হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×