ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে ইজিবাইক চালক গ্রেফতার

প্রকাশিত: ১৫:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০

সৈয়দপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে ইজিবাইক চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুর উপজেলায় এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টাকালে ইজিবাইক চালক মামুন ইসলামকে (২১) হাতে নাতে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা শহরের নয়াটোলা কলিমনগর এলাকায়। মামুন ইসলাম ওই ছাত্রীর গ্রামের প্রতিবেশী নুর ইসলামের ছেলে। জানা যায়, নয়াটোলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে শহরে ইজিবাইক চালায়। ভাড়াবাসার আরেকটি রুমে ভাড়া থাকে উত্তরা ইপিজেড নারী কর্মী তার মেয়েকে নিয়ে। মেঢেটি সৈয়দপুর তুলশীরাম সরকারী বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ঘটনার দিন সকালে আজ বুধবার সকালে মহিলা ইপিজেড এ চলে যায় এবং মেয়েটি একাই বাসায় অবস্থান করছিল। এমতাবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবেশী ইজিবাইক চালক মামুন মেয়েটিকে একা পেয়ে তার ঘরে ঢুকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দেখতে পায় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা। এরপর লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে ইজিবাইক চালক মামুনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষনের চেষ্টার মামলা দায়ের করেছে মেয়েটির মা। আসামীকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
×