ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে “মেধাবী শিক্ষার্থী প্ল্যাটফরম’র উদ্বোধন

প্রকাশিত: ১৭:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

বাগেরহাটে “মেধাবী শিক্ষার্থী প্ল্যাটফরম’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে সৃজনশীল মেধা বিকাশে গঠিত “মেধাবী শিক্ষার্থী প্ল্যাটফরম’এর উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। এসময় তিনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক, সৎ ও দক্ষ মানুষ হবার আহব্বান জানান। তিনি জেলা প্রশাসনের উদ্যোগে গত দুই দিন ব্যাপী অনুষ্টিত অনলাইন বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে শুক্রবার রাতে জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা কালেক্টরেট মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত অনুষ্টানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসাব্বিরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, ডিডিএলজি দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, মো: শাহিনুজ্জামান, রেজাউল করিম, এডিএম হাফিজ আল আসাদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, অধ্যাপক চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, বাংলাদেশ ডিবেটিং সোসাইটি বাগেরহাটের সভাপতি পারভীন আহমেদ, অংশগ্রহণকারী শিক্ষার্থী মিম্মা মেহজাবিন, তাসিময়া তাহমিদ আপন, শেখ জামির হাসান প্রমুখ। এরআগে সচিব মহোদয় জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পীর খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন পর্যটনবান্ধব বিশ্রামাগারের উদ্বোধন করেন। তিনি বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন।
×