ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪৮ বছরেও সংস্কার হয়নি সড়ক

প্রকাশিত: ১৫:০২, ২৬ সেপ্টেম্বর ২০২০

৪৮ বছরেও সংস্কার হয়নি সড়ক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৃষি সমৃদ্ধখ্যাত জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রহমতপুর ব্রিজ থেকে মোহনগঞ্জ বাজার হয়ে লাকুটিয়া বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ তিন কিলোমিটার ইটের সলিং রাস্তাটি দীর্ঘ ৪৮ বছরেও সংস্কার হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাচলকারী ১০ গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিনের বৃষ্টিতে তিন কিলোমিটার রাস্তার ওপর কাঁদা-পানিতে একাকার হয়ে বেহাল দশার সৃষ্টি হওয়ায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যেকারণে জনসাধারণের দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দের মাধ্যমে রাস্তাটি সংস্কারের দাবি করেছেন ভূক্তভোগিরা। সূত্রমতে, উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নন্বর ওয়ার্ডের প্রতাবপুর ও পূর্ব রহমতপুর গ্রামের মধ্যের ইটের এ রাস্তা দিয়ে প্রতিদিন ১০ গ্রামের মানুষ বরিশাল শহর, উপজেলা পরিষদ, রহমতপুর বাজার, মোহনগঞ্জ বাজার ও বিমানবন্দরে যাতায়াত করে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে এলজিইডি বিভাগ থেকে ইটের সলিংয়ের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পর থেকেই রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পরলেও এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। অথচ এ রাস্তাটি ব্যবহার করেই স্থানীয় বাসিন্দারা যাতায়াতের পাশাপাশি প্রতিদিন কৃষি পণ্য ও মৎস্য সম্পদ জেলার বিভিন্নস্থানে পরিবহনযোগে সরবরাহ করে আসছেন। স্থানীয় বাসিন্দা শাহজাহান খান জানান, দীর্ঘদিনের চলাচল অযোগ্য রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডি’র বিভাগীয় প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দফতরে একাধিকবার লিখিত আবেদন করেও কোন সুফল মেলেনি। তিনি বলেন, বিগত ৪৮ বছরে এ আসন থেকে নির্বাচিত অনেক সংসদ সদস্য পরিবর্তন হলেও জনগুরুত্বপূর্ণ রাস্তাটির ভাগ্যের পরিবর্তন ঘটেনি। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার কাজ না করায় বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কার্পেটিংয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। একাধিকবার রাস্তাটি পরিমাপ করে নেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাবুগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, দ্রুত এ রাস্তাটি সংস্কারের জন্য চেষ্টা চলছে।
×