ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদের প্রতিবাদ ডুয়েট শিক্ষক সমিতির

প্রকাশিত: ১৯:২৫, ২১ সেপ্টেম্বর ২০২০

সংবাদের প্রতিবাদ ডুয়েট শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার ॥ গত ১৭ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ডুয়েট অভিভাবকহীন হয়ে পড়েছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রদিবাদ জানিয়েছে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর (ডুয়েট) শিক্ষক সমিতি। সোমবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক ড মোঃ অধ্যাপক ওবায়দুর রহমান সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ডুয়েটের মৌলিক বিষয় সম্পর্কে প্রকাশিত নেতিবাচক সংবাদে শিক্ষক সমাজ ক্ষুদ্ধ। সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক সমিতি। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, উক্ত সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। ডুয়েট দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়, যা কারিগরী শিক্ষাবোর্ড অধিভুক্ত বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ডিপ্লোমা প্রকৌশল’ সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠিত। দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক আন্দোলন ও সংগ্রামের প্রেক্ষিতে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। শুধু ‘ডিপ্লোমা প্রকৌশল’ সম্পন্নকারী শিক্ষার্থীদের শিক্ষাদান অত্র বিশ্ববিদ্যালয়ের একটি মৌলিক বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবার উক্ত মৌলিকত্বে বিশ্বাসী এবং গর্বিত। কিন্তু পরিতাপের বিষয় জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে ‘ডিপ্লোমা প্রকৌশলী’ হিসেবে আখ্যা দিয়ে অত্র বিশ্ববিদ্যালয় হতে ‘স্নাতক ডিগ্রী সম্পন্নকারী প্রকৌশলী’ ও পরবর্তীতে পিএইচডি ডিগ্রী অর্জনকারী জ্যেষ্ঠ অধ্যাপক/অধ্যাপকবৃন্দকে ভাইস-চ্যান্সেলর হিসেবে মনোনয়নের অযোগ্যতা হিসেবে অপপ্রচার করা হয়েছে। উক্ত অমর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই তথা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরী সভায় শিক্ষকের সম্মিলিত আলোচনা ও মতামতের ভিত্তিতে, শিক্ষক সমিতি সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছে। সমিতি মনে করে, এ সংবাদের উদ্দেশ্য এবং এর শিক্ষার্থীদের ভবিষ্যত চলার পথকে বাধাগ্রস্ত করার একটি হীন চক্রান্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি চক্রান্তকারীদের তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোরালো দাবী জানিয়েছে।
×