ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মোবাইল এ্যাপসে প্যাকেজ চিকিৎসা ‘ডক্টর দেখাও’

প্রকাশিত: ২০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামে মোবাইল এ্যাপসে প্যাকেজ চিকিৎসা ‘ডক্টর দেখাও’

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ করোনাকালীন সময়ে ডাক্তাররা চেম্বারে বসছেন না। ফলে রোগীদের সঙ্গে পরিবারের সদস্যরাও চরম ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে ডাক্তাররা মোবাইল এ্যাপস, গুগল প্লে এবং এ্যাপস স্টোরের মাধ্যমে ঢাকাভিত্তিক ডাক্তারদের একটি টিম ‘ডক্টর দেখাও’ অনলাইনে এ্যাপসের মাধ্যমে মোবাইলে সেবা দেয়া শুরু করেছে। দুটি প্যাকেজে ভিডিও কনসালটেশনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার ও কনসালট্যান্ট চিকিৎসাসেবা দিতে চব্বিশ ঘণ্টা রোগীদের অপেক্ষায় প্রহর গুনছেন। তবে অনলাইনে এ ধরনের স্বাস্থ্যসেবা ডিজিটাল এই যুগে ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয় চলে এসেছে। সহজে গ্রহণ করা যাচ্ছে ভিডিও কলে অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শ। বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেট এলাকায় দেখা গেছে, একঝাঁক তরুণ-তরুণী। সুনির্দিষ্ট পোশাকে অনলাইনে ডাক্তারী সেবার উপকারিতা তুলে ধরছেন পথচারীদের কাছে। কৌতূহলী পথচারীরাও এগিয়ে এসে বিভিন্ন বিষয় তথা টেলিমেডিসিন সেবা নিয়ে জানার চেষ্টা করছে। ব্যস্ততম এ সড়কের এক ধারে বুথ খুলে এসব তরুণ-তরুণীরা অনলাইনভিত্তিক কনসালটেন্ট প্রাপ্তিতে ডাক্তার দেখাও এ্যাপসের প্রচার চালাচ্ছে। সে সঙ্গে বিক্রি করছে ৯৯ টাকায় তিন মাস মেয়াদী একবার ভিডিও কলের সুযোগ এবং ২৯৯ টাকায় চারবার ভিডিও কলের সুযোগ ছয় মাস মেয়াদী ডাক্তারের পরামর্শ নেয়ার বিষয়ে অবগত করছেন পথচারীদের। এ ধরনের চিকিৎসাসেবা নিতে হলে মোবাইলে গুগল প্লে এবং এ্যাপ স্টোর ডাউনলোড করে ডাক্তারের সুচিন্তিত পরামর্শ ও সেবা গ্রহণ করা যাবে। আমেরিকান মেডিক্যাল এ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নয় এমন প্রায় ৭০ ভাগ রোগ ডাক্তারের সঙ্গে কথা বলা, পরামর্শ গ্রহণ ও ওষুধ সেবনের মাধ্যমে সমাধান করা সম্ভব। ভিডিও কনকালটেশনে মোবাইল থেকে ভিডিও কল করে জিপি ও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ নেয়া যাবে। সহজেই পাওয়া যাবে ইন্টারনেটের মাধ্যমে ই-প্রেসক্রিপশন। এতে রোগীরা সহজে পেয়ে যাবেন ডাক্তারের দেয়া ডিজিটাল প্রেসক্রিপশন। অনলাইনের এ প্রযুক্তিতে এ্যাপস থেকেই মোবাইলে মেডিসিন রিমাইন্ডারও পাওয়া যাবে। ডাক্তারের দেয়া প্রেসক্রিপসন অনুযায়ী সময়মতো ওষুধ সেবনের জন্য এ রিমাইন্ডার অনায়াসে পাওয়া যাবে। শুধু তাই নয়, টেলিমেডিসিন বা ই-মেডিসিনসহ রোগীদের প্রয়োজনীয় রিপোর্ট আপলোড করা যাবে নিজের মোবাইলে। এক্ষেত্রে রোগীর প্রতিনিধি ডাক্তারকে আপলোডকৃত মেডিক্যাল রিপোর্ট শেয়ার করে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। জরুরী সেবায় বা মুহূর্তে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ‘ডক্টর দেখাও’ এ্যাপস থেকে। এক্ষেত্রে বলা হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারের জন্য অনাকাক্সিক্ষত ভ্রমণ বা টেনশনের প্রয়োজন নেই। কারণ, ঘরে বসেই দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন নেয়া যাবে।
×