ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশ হেফাজতে মাদক কারবারি মৃত্যুর ঘটনায় মামলা

প্রকাশিত: ২১:৪৫, ১২ আগস্ট ২০২০

কক্সবাজারে পুলিশ হেফাজতে মাদক কারবারি মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় সদরের খরুলিয়ার মাদক কারবারি নবী হোসেন মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ১২ জনকে। মঙ্গলবার রাতে নিহত নবী হোসেনের ভাই আলী হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভূক্ত আসামিরা হচ্ছে-এরশাদ উল্লাহ, মো:শরীফ উদ্দীন মেম্বার, আনোয়ার হোসেন, ও হামিদ উল্লাহ প্রকাশ কালু সহ ১২জন। সোমবার দুপুরে খরুলিয়া বাজায় খুচরা ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে নবী হোসেনকে আটক করার চেষ্টা করলে সে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ছুরি, নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবাসহ পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ আহত ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে অসুস্থবোধ করলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×