ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রবল বৃষ্টির মধ্যে রানওয়েতে ছিটকে পড়ে বিমান

প্রকাশিত: ০০:০০, ৯ আগস্ট ২০২০

প্রবল বৃষ্টির মধ্যে রানওয়েতে ছিটকে পড়ে বিমান

প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় ভারতের কেরলে ইয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে ছিটকে পড়ে দু টুকরো হয়ে গেছে। দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই ফ্লাইটটি শুক্রবার কেরলের কারিপুর বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পাইলট, একজন কো-পাইলটসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দুবাই থেকে ১৯০ আরোহী নিয়ে বিমানটি ভারতে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে। করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকা পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল বোয়িং ৭৩৭ বিমানটি। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে সেটি দুই টুকরো হয়ে যায়। ভারতের সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১০ জন শিশুসহ মোট ১৯০ যাত্রী ছিলেন। ফ্লাইট পরিচালনায় ছিলেন দুইজন পাইলট ও চারজন কেবিন ক্রু। কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজটির দুই পাইলটেরও মৃত্যু হয়েছে। ভেতর থেকে আরোহীদের সবাইকে বের করে আনা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানির পাশাপাশি আহত ১৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল এ্যাভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ভিডিওতে দেখা যায়, বিমানের টুকরো হওয়া অংশগুলো ছড়িয়ে আছে। চলছে উদ্ধার তৎপরতা।
×