ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই জঙ্গী সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩৫, ৩০ জুলাই ২০২০

দুই জঙ্গী সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ জুলাই ॥ আশুলিয়ায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি দল। বুধবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলা সদরের পুরোহিত পাড়া গ্রামের মৃত আবুল হাসানের ছেলে আবদুর রহমান। অপরজন নেত্রকোনা জেলার পূর্বধোলা থানার হোগলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মোঃ শাহাদাৎ। তারা দুইজনই ময়মনসিংহ দারুল উলুম হক্কানিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় রাকিব নামে আরও একজন পলাতক রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও সদস্য অন্তর্ভুক্ত করার ফরম উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতেই তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ সংবাদদাতা, ভূঞাপুর, ২৯ জুলাই ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় বন্যার্তদের মাঝে সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাড়াই ঈদগাহ মাঠে সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এ্যান্ড ডকটিম কমান্ডের (আর্টডক) ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার অর্জুনা ইউনিয়নের তাড়াই, বলরামপুর ও গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যার্ত ১শ’টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, আটা, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইলের আর্মি স্কুল অব এ্যাডুকেশন এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশনের মেজর মোঃ শাহ আলম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জোয়াহের আলী খান, ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন, সেনা সদস্য নাহিদ প্রমুখ।
×