ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে ২ নৌকাসহ হরিণের মাংস উদ্ধার

প্রকাশিত: ২১:৩২, ২৬ জুলাই ২০২০

সুন্দরবনে ২ নৌকাসহ হরিণের মাংস উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা ও ৮টি পা উদ্ধার করেছে বনরক্ষীরা। রবিবার সকালে করমজল টহল ফাঁড়ির বনরক্ষীরা চাড়াখালী খালে ২ টি নৌকা থেকে এ মাংস উদ্ধার করেন। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে দুটি নৌকায় দুজনকে দেখা যায়। তাদের ডাকলে বনের পাশে তারা নৌকা থামান। কিন্তু বনরক্ষীরা কিছু বোঝার আগেই দৌড়ে পালিয়ে যান তারা। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা, ৮টি পা উদ্ধার করা হয়। জব্দ করা হয় নৌকা দুটি। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
×