ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলম্ব মাসুল ছাড়াই ৩১ জুলাই পর্যন্ত বিদ্যুত বিল দেয়া যাবে

প্রকাশিত: ২২:৫৮, ১৭ জুলাই ২০২০

বিলম্ব মাসুল ছাড়াই ৩১ জুলাই পর্যন্ত বিদ্যুত বিল দেয়া যাবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুত বিল পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। বিকেলে কমিশন বৈঠকে বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুত বিল পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিইআরসি সদস্য (বিদ্যুত) বজলুর রহমান বৃস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেন, ৩১ জুলাই পর্যন্ত বিদ্যুত বিল বিলম্ব মাসুল ছাড়াই গ্রাহক পরিশোধ করতে পারবেন। আগে এটি তিন মাস ছিল এখন বাড়িয়ে পাঁচ মাস করা হলো। প্রথমে তিন মাস (ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত) বিলম্ব মাসুল মওকুফ করা হয়। এ বিষয়ে মার্চে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুত বিভাগ। পরে বিদ্যুত বিভাগের মৌখিক আদেশে ৩০ জুন পর্যন্ত বিদ্যুত বিলে বিলম্ব মাসুল ছাড় দেয়া হয়। কিন্তু এপ্রিল এবং মে মাসের বিদ্যুত বিল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়াতে অনেক গ্রাহক বিদ্যুত বিল জমা দেননি। এরা যাতে বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুত বিল দিতে পারে এজন্য এই নতুন আদেশ দেয়া হলো। এখন জুন মাসের বিলও বিলম্ব মাসুল ছাড় পেল গ্রাহক। প্রসঙ্গত যেসব গ্রাহক এখনও ফেব্রুয়ারি থেকে বিদ্যুত বিল পরিশোধ করেননি তারা এখন ৩১ জুলাইয়ের মধ্যে বিলম্ব মাসুল ছাড়াই বিল জমা দিতে পারবেন।
×