ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ জেলায় করোনায় নতুন আরও ৩৫ জন আক্রান্ত, মৃত্যু ১

প্রকাশিত: ১২:৫৭, ৮ জুলাই ২০২০

গোপালগঞ্জ জেলায় করোনায় নতুন আরও ৩৫ জন আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম পশ্চিমপাড়া এলাকায়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ১৫। আজ বুধবার সকালে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ২২ জুন মোক্তার হোসেন করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নমুনা দেন। পরে তার রিপোর্ট পজিটিভ আসে এবং তিনি নিজবাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয় এবং কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি আরও জানান, জেলায় করোনায় মৃতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ জন, মুকসুদপুরে ৪ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন, কাশিয়ানীতে ২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৯৭। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ শ’ ৯৬ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩ শ’ ৮৬ জন। এ পর্যন্ত ৫ হাজার ৮ শ’ ৪৫ টি নমূনা পরীক্ষা করা হয়েছে।
×