ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাইবেরিয়ান মেরুতে জুনে ১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

প্রকাশিত: ১০:৫৯, ৮ জুলাই ২০২০

সাইবেরিয়ান মেরুতে জুনে ১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ উত্তর মেরুর সাইবেরিয়ান অঞ্চলে জুন মাসে গড় তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেখানকার কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেরু অঞ্চলের তাপমাত্রা এভাবে বাড়তে থাকা ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেরু গোলার্ধে উষ্ণ গ্রীষ্মকাল নতুন কিছু নয়। তবে গত কয়েক মাসে সেখানে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা। বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ তাপমাত্রা বেড়েছে উত্তর মেরুতে। বিজ্ঞানীরা বলছেন, এ অঞ্চলের সাম্প্রতিক দাবানলে প্রায় ৫ কোটি ৯০ লাখ টন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এর কারণেই সাইবেরিয়ান অঞ্চলের তাপমাত্রা এত বেশি বেড়েছে। তারা জানিয়েছেন, সম্প্রতি এ অঞ্চলের তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এটি গত দুই বছরের রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির চেয়েও অন্তত এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২০ জুন সাইবেরিয়ার ভারখয়ানস্ক শহরের তাপমাত্রা পৌঁছেছিল ৩৮ ডিগ্রিতে, যা সেখানে ওই মাসের দৈনিক গড় তাপমাত্রার চেয়ে অন্তত ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের পরিচালক কার্লো বুয়োনটেম্পো তাপমাত্রা বৃদ্ধির এই ধারা ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন। রাশিয়ান বন সংস্থার তথ্যমতে, গত ৬ জুলাই পর্যন্ত এ অঞ্চলে ছোট-বড় অন্তত ২৪৬টি দাবানলে ১ হাজার ৪০০ কিলোমিটারেরও বেশি ভূমির গাছপালা পুড়ে গেছে। গড় তাপমাত্রা বৃদ্ধি ও দাবানল একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি
×