ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ

জমে উঠেছে সেরা চারে থাকার লড়াই

প্রকাশিত: ২২:১৩, ৬ জুলাই ২০২০

জমে উঠেছে সেরা চারে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির রানার্সআপ হওয়ায় অনেকটা নিশ্চিত। এই অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে চলছে সেরা চারে টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। কেননা, পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এই লক্ষ্য অর্জনের পথে শনিবার রাতে সব দলই পেয়েছে সহজ জয়। লিচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যাচে জোড়া গোল করে দলটির হয়ে শীর্ষ আসরে গোলের সেঞ্চুরি করেছেন জিমি ভার্ডি। এফসি বোর্নমাউথকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানইউ, ওলভারহ্যাম্পটনের বিরুদ্ধে আর্সেনালের জয় ২-০ গোলে। ওয়ার্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে চেলসি। বর্তমানে ৩২টি করে ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে সবার উপরে চ্যাম্পিয়ন লিভারপুল। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি, তিনে থাকা লিচেস্টারের পয়েন্ট ৫৮, ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। ৫৫, ৫২ ও ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ, ছয় ও সাতে আছে যথাক্রমে ম্যানইউ, ওলভারহ্যাম্পটন ও আর্সেনাল। নিজেদের মাঠে দারুণ জয় পেয়েছে ম্যানইউ। ম্যাচে রেড ডেভিলসদের হয়ে ম্যাসন গ্রীনউডের জোড়া গোল ছাড়াও লক্ষ্যভেদ করেন মার্কাস রাশফোর্ড, এ্যান্থনি মার্শিয়াল ও ব্রুনো ফার্নান্দেজ। এর ফলে ২০১১ সালের পর প্রিমিয়ার লীগে এই প্রথম ৫ গোলের দেখা পেয়েছে রেড ডেভিলসরা। শুরুতে অবশ্য গোল হজম করে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। স্টানিসলাসের গোলে ১৬ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৯ মিনিটে গোলটি পরিশোধ করে ইউনাইটেডকে সমতায় ফেরান গ্রীনউড। ছয় মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন রাশফোর্ড। ৪৫ মিনিটে মার্শিয়ালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে কিং বোর্নমাউথের হয়ে গোল করলে ফের জমে যায় ম্যাচ। এর পাঁচ মিনিট পর গ্রীনউডের দ্বিতীয় গোল স্বস্তি ফিরে আসে স্বাগতিক শিবিরে। ৫৯ মিনিটে ফার্নান্দেজ গোল করলে ৫-২ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচ শেষে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, আমাদের আত্মবিশ্বাস আকাশ সমান। এ রকম পারফর্মেন্স আপনাকে শক্তি ও আত্মবিশ্বাস যোগাবে। আমরাও ম্যাচে তাই পেয়েছি। দলের বিগত কয়েকটি ম্যাচই আমরা দারুণ উপভোগ করছি। এর মধ্যে এটি ছিল বেশি আকর্ষণীয়।
×