ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ১৭ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:৪০, ২৩ জুন ২০২০

নীলফামারীতে ১৭ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উত্তরের ছোট জেলা নীলফামারীতে করোনা রোগীর সংখ্যা তিনশত ছাড়িয়েছে। আজ মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যে জেলার রোগীর সংখ্যা ৩০৫ জন উল্লেখ করা হয়েছে। কুড়ি লাখ ৮৬ হাজার ৫০৯ জন জনসংখ্যার এই জেলায় সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ২ জনের। এরমধ্যে গতকাল ২২ মে পর্যন্ত নমুনার বির্পোট পাওয়া গেছে দুই হাজার ৪৮৯ জনের। সর্বশেষ গতকাল জেলায় আরো নতুন করে ৭ জন করোনা পজেটিভ হয়। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ৭ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারীর জলঢাকায় স্বাস্থ্যকর্মী ও চার বছরের এক শিশু সহ ৩ জন ও নীলফামারী সদরে ৪ জন। সূত্র মতে, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো মোট ৩০৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৮, জলঢাকা উপজেলায় ৬০, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্র মতে জেলায় জেনারেল হাসপাতালে নবনির্মিত ভবনের করোনা ইউনিটে ১০৮, সৈয়দপুর ১০০ শযা হাসপাতালে ৩০ ও ডোমার,ডিমলা,জলঢাকা এবং কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালে ১০টি করে ৪০টি সহ মোট ২০৮টি বিছানা রয়েছে। করোনা পজিটিভ রোগীদের সেবা প্রদানে রয়েছে পৃথক চিকিৎসকদের টিম। সুত্র মতে করোনা পজিটিভ রোগী ছাড়াও সাধারণ রোগের চিকিৎসা সেবা দিতে গিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের দুইজন মেডিক্যাল অফিসার সহ ১৭ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ্য হলেও ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
×