ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের শিল্পী আশিকের মাধ্যমে রণেশ ঠাকুরকে ১ লাখ টাকা প্রদান

প্রকাশিত: ১৪:১৯, ৬ জুন ২০২০

হবিগঞ্জের শিল্পী আশিকের মাধ্যমে রণেশ ঠাকুরকে ১ লাখ টাকা প্রদান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাউলশিল্পী রণেশ ঠাকুরের গানের পুড়ে যাওয়ার আসরঘর নতুন করে নির্মাণের জন্য হবিগঞ্জের বাসিন্দা সংগীত শিল্পী আশিকের মাধ্যমে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সংগীত শিল্পী আশিক রণেশ ঠাকুরের গ্রামের বাড়ি উজানধল গ্রামে গিয়ে নগদ এক লাখ টাকা তাঁর হাতে তুলে দেন। এর আগে বাউল রণেশ ঠাকুরের গানের আসরঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে জগন্নাথপুরের বাসিন্দা লন্ডন প্রবাসী নজরুল ইসলাম হবিগঞ্জের বাসিন্দা দেশের খ্যাতনামা বিশিষ্ট সংগীত শিল্পী আশিকের সাথে যোগাযোগ করে এক লাখ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একমাত্র ছেলে বাউল নূরজালাল, সাংবাদিক ও সমাজকর্মী ধ্রুপদ চৌধুরী আশিক, লন্ডন প্রবাসী অর্থদাতা নজরুল ইসলামের ছোট ভাই নাজমুল ইসলাম, দিরাই শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি আপেল মাহমুদ, কণ্ঠ শিল্পী মৃণাল বাবু ও আশিষ দাস প্রমুখ। সংগীত শিল্পী আশিক জানান, রণেশ ঠাকুরের ঘর পুড়ে যাওয়ার খবর শুনে তিনি খুব আহত হন। ২০২০ সালেও প্রাচীন যুগের বর্বরদের মত দুর্বৃত্তরা রাতের আঁধারে গানের আসরঘরে আগুন ধরিয়ে দেয়। এটা সাংস্কৃতিক অঙ্গণের জন্য খবুই আতংকের। এই খবরটি আমরা ফেসবুক পোস্ট করে প্রতিবাদ জানাই। পরে সারা দেশের মানুষ এমন ঘটনার নিন্দা জানান। আমার ফেসবুকে এ সংবাদ দেখে লন্ডন প্রবাসী নজরুল ইসলাম মর্মাহত হন। তিনি আমার সাথে যোগাযোগ করে পুড়ে যাওয়া ঘরটি নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক টাকা পাঠান। আজ আমরা হবিগঞ্জ থেকে নজরুল ভাইয়ের ছোট ভাই নাজমুল ভাইসহ বাউল রণেশ ঠাকুরের হাতে নগদ এক লাখ টাকা তুলে দিতে পেরেছি। এই টাকা দেওয়ার মাধ্যমে বাউল শিল্পীকে কোন করুণা করা হয়নি। সকল অপশক্তিকে বুঝিয়েছি আমরা শিল্পীরা, বাউলরা একপ্রাণ। সবাই ঐক্যবদ্ধ আছি। বাউল রণেশ ঠাকুর জানান, আমরা ঘরটি পুড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি মুগ্ধ। সবাই আমাকে ও বাউল গানকে ভালোবাসে। আশিক ভাইয়ের মাধ্যমে আমার লন্ডনের নজরুল ভাই নগদ এক লাখ টাকা দিলেন ঘরটি বানানোর জন্য। এর আগে জেলা প্রশাসক মহোদয়, ইউএনও মহোদয় শিল্পকলা একাডেমী, আমার বন্ধু বান্ধব সবাই এগিয়ে এসেছেন। আমি সত্যি খুব খুশি। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা প্রশাসন নগদ ২০ হাজার টাকা, তিনবান্ডিল ঢেউটিন, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে নতুন একটি ভালো মানের দোতরা, একজোড়া মন্দিরা, একটি ডপকি, একটি নোটবুক, কলম উপহার পান এ বাউল শিল্পী। এছাড়া রণেশ ঠাকুরের হাতে জাতীয় শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকীর দেওয়া ১০ হাজার টাকাও প্রদান করা হয়। ১৭ মে দিবাগত রাতে দুর্বৃত্তরা রণেশ ঠাকুরের গানের আসরঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় দিরাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন রণেশ ঠাকুর। এরপর উজানধল গ্রামের এলাম উদ্দিনের ছেলে ফরহাদ আহমদকে (২৪) গ্রেফতার করে পুলিশ।
×