ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে লিবিয়ায় মানব-পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২০:৫১, ৪ জুন ২০২০

গোপালগঞ্জে লিবিয়ায় মানব-পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে সেন্টু সিকদার ও নারগিস বেগম নামে লিবিয়ায় মানব-পাচারকারী চক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহষ্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে র‌্যাব-৮ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে মুকসুদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃত সেন্টু সিকদার জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে এবং নারগিস বেগম গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের রব মোড়লের স্ত্রী। উল্লেখ্য, এই মানব-পাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ দেশের ২৬ জন মানুষ লিবিয়ায় মানব-পাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর সুজন মৃধার বাবা কাবুল মৃধা মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
×