ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরের আওয়ামী লীগের এমপি দুলাল করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৭:২৪, ৪ জুন ২০২০

জামালপুরের আওয়ামী লীগের এমপি দুলাল করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। তিনিসহ একদিনে জেলায় সর্বোচ্চ ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জামালপুরের সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জনকণ্ঠকে জানান, বুধবারের প্রতিবেদনে রিপোর্টে জেলায় নতুন করে আরও ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও তাদের দুই ব্যক্তিগত সহকারীসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল হোম আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। এ ছাড়া জেলার বকশীগঞ্জে ১৫ জন, সদর উপজেলায় ৮ জন, সরিষাবাড়ীতে ৫ জন, দেওয়ানগঞ্জে ৩ জন মাদারগঞ্জে দুই জন ও মেলান্দহে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩০৪ জন। জেলায় এ পর্যন্ত দুই নারীসহ করোনায় মারা গেছেন চারজন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন।
×