ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:১৮, ৪ জুন ২০২০

পঞ্চগড়ে নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কম্পিউটার অপারেটরসহ জেলায় নতুন আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও আটোয়ারীর এক করোনা পজেটিভ রোগীর দ্বিতীয় রিপোর্টও পজেটিভ পাওয়া গেছে বলে জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা গেছে। নতুন চারজনের মধ্যে সদর উপজেলায় ২ জন, তেঁতুলিয়া উপজেলায় ১ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় ৮৪ জন রোগী শনাক্ত হলো। ইতোমধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। সূত্রমতে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বুধবার ৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। সূত্রটি জানায়, নতুন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সেরে কম্পিউটার অপারেটরের বাড়ি নীলফামারী জেলায় এবং তার বয়স ২৭ বছর। নমুনা সংগ্রহের পর থেকে তিনি গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। সদর উপজেলায় আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার রওশনাবাগ এলাকায় এবং অন্যজনের বাড়ি মাগুড়া ইউপির আয়মা ঝলই এলাকায়। দুজনেই ঢাকা ফেরত। দেবীগঞ্জ উপজেলায় আক্রান্ত একজনের বাড়ি সদর ইউপির মুন্সিপাড়া গ্রামে। তিনি একজন কিশোরী। বয়স ১৫ বছর। তিনিও ঢাকা ফেরত। আক্রান্ত সকলেই নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতোমধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জনকণ্ঠকে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ১ হাজার ৪শ‘ ৭৬ টি নমূনার মধ্যে ১ হাজার ২শ‘ ৯৫টি নমূনার পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত ১৮১টি নমূনার ফলাফল পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়ায় ৪ জন, সদরে ৩ জন, বোদায় ২ জন, এবং দেবীগঞ্জে ৫ জনসহ মোট ১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। .
×