ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি জেলায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২, মৃত্যু ২

প্রকাশিত: ১৮:৫৭, ২ জুন ২০২০

ঝালকাঠি জেলায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২, মৃত্যু ২

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ আজ মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে আক্রান্তর রিপোর্ট পাওয়া যায়নি। তবে এপর্যন্ত ৫২ জন আক্রান্ত হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১৭ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৯ জন, নলছিটি উপজেলায় ১৫ জন, রাজাপুর উপজেলায় ১১ জন ও কাঠালিয়া উপজেলায় ৭ জন। ঝালকাঠি জেলায় মঙ্গলবার পর্যন্ত ৯৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং ৭৮৩ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজেটিভ ও ৭৩১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় এ পর্যন্ত ১১৬৮৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১০৯৬ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯০ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
×