ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরো তিনজনের মৃত্যু॥ মোট মৃত্যু ৮০ জন

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ মে ২০২০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরো তিনজনের মৃত্যু॥ মোট মৃত্যু ৮০ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ জেলায় মোট ৮০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১০৪ জন। এ জেলায় করোনাভাইরাসটিতে রবিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৭৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩০ জন। জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৬ জন। রবিবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্রোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১৪৮ জন, সদর উপজেলায় ৮৬৭ জন, বন্দর উপজেলায় ৭৮ জন, আড়াইহাজারে ১৫০ জন, সোনারগাঁয়ে ২১৬ জন ও রূপগঞ্জে ৩২৯ জন। সিটি কর্পোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫২ জন, সদরে ১৮, বন্দরে ২, রুপগঞ্জে ২ ও সোনারগাঁয়ে ৬ জন। আড়াইহাজার উপজেলায় করোনায় এ পর্যন্ত কেউ মারা যায়নি। সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরো জানায়, জেলায় এই পর্যন্ত করোনা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৬৬ জন। এদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪৬২ জন, সদর উপজেলার ২২৯ জন, বন্দর উপজেলায় ১৭ জন, রূপগঞ্জের ৮ জন, সোনারগাঁয়ে ২০ জন ও আড়াইহাজারের ৩০ জন। এই পর্যন্ত জেলায় মোট ১২ হাজার ২৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৪৪ জনের। এ পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৩৫৪২ জন, সদর উপজেলায় ৩১৩৯ জন, বন্দরে ৬৫৮ জন, আড়াইহাজারে ১২৪৯ জন, সোনারগাঁয়ে ৯৮৭ জন ও রূপগঞ্জে ২৬৯৪ জনের।
×