ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর মুক্তিপণ দাবি গ্রেফতার ৬

প্রকাশিত: ১৮:০৮, ২৯ মে ২০২০

ঝালকাঠিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর মুক্তিপণ দাবি গ্রেফতার ৬

নিজস্ব সংবাদাদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির কাঠালিয়ায় এক কলেজ ছাত্রীকে আটকে রেখে বখাটেরা গণভধর্ষণ করার পরে অভিভাবকদের কাছে মুক্তিপণ দাবি করেন। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিক্যাল টেষ্টের জন্যে শুক্রবার দুপুরে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে প্রেরণ করেন। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বইঠাঘাটা ডিগ্রী কলেজের ছাত্রীর সাথে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোঃ রিমন হাওলাদার তানভীরের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পরে প্রেমের সর্ম্পক হয়। গত ২৬ মে তানভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুরে ওই ছাত্রী (প্রেমিকার) কাছে যায়। ওই দিনই মটরসাইকেলযোগে পটুয়াখালীর কলাপাড়ায় যাওয়ার পথে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল নামক স্থানে বখাটে রিপন জোমাদ্দার, আফজাল ও রাকিবসহ তাদের দলবল নিয়ে ওই তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং উক্ত ছাত্রীকে পার্শ্ববর্তী ফারুক জমাদ্দারের বাগানে নিয়ে ধর্ষণ করে। তাদের তিনজনকে স্থানীয় প্রভাবশালী হোসনেয়ারার ঘরে আলাদা আলাদা কক্ষে আটকে রেখে অভিভাবকদের কাছে ৫০’হাজার টাকা করে মোবাইলে মুক্তিপন দাবি করে ভয়ভীতি দেখায়। তানভীরের অভিভাবক মুক্তিপনের ৩০’ হাজার টাকা বখাটেদের হাতে তুলে দেয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ প্রথমে রিপন জমাদ্দারকে আটক করা হয়। পরে আরও ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান,“খবর পেয়ে আমরা কলেজছাত্রী ও তার প্রেমিক তানভীর এবং বন্ধু রায়হানকে উদ্ধারকরি, ৬ জনকে আটক করি বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে”।
×