ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩:১৯, ২৯ মে ২০২০

কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসানের (৩০) মৃতদেহ অবশেষে উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে শহরের ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্ট থেকে সদ্য বিবাহিত রাফসানের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার ছিলেন। রাফসান এ মাসের ২ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত রাফসান তার পাঁচ বন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন এলাকায় গড়াই নদীতে গোসল করতে নামেন। রাফসানের বন্ধু হাসিবুর রশিদ তামিম জানান, রাফসান আর আমি এক সঙ্গেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলার বালি সরে যায়। এতে সাঁতার না জানা আমরা দু’জন তলিয়ে যাই। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসান নিখোঁজ হয়ে যায়। মৃত রাফসানের পারিবারিক সূত্রে জানায়, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়ায় বাড়িতে এসেছিলেন। চলতি মে মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গড়াই নদীতে নিখোঁজ যুবক রাফসানের ভাসমান মরদেহ স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।
×