ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৃথক ঘটনায় নীলফামারীতে গৃহবধু সহ দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩:০৩, ২৭ মে ২০২০

পৃথক ঘটনায় নীলফামারীতে গৃহবধু সহ দুই মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক ঘটনায় নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় এক গৃহবধু সহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার মরদেহ দুইটির ময়না তদন্ত জেলার মর্গে সম্পন্ন করা হবে বলে পুলিশ জানায়। অভিযোগে জানা যায় জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া কালির ডাঙ্গা এলাকার পারিবাহিক কলহে দয়াল মিয়া তার স্ত্রী আদুরীর (২১) উপর শারিরিক নির্যাতন চালালে অসুস্থ হয়ে পড়ে আদুরী। ওই অবস্থায় তাকে ঘরে বন্দী করে রাখা হয়। এরপর মঙ্গলবার রাতে নিজ শয়নকক্ষে আদুরীর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। মৃত্যুর ঘটনা সন্দেহ জনক হওয়ায় আদুরীর বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে পাঁচ জন কে আসামী করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আদুরীর স্বামী দয়াল ও শাশুড়ি দয়ালী বেগম কে গ্রেফতার করা হয় বলে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন। অপর দিকে একই দিন জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ফুলতলা হরিবল্লব গ্রামে শামীম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। শামীম গ্রামের সাইদুল ইসলামে ছেলে। শয়ন ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে। নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন জানান এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
×