ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে এবার করোনা ভাইরাসে আক্রান্ত একজন ডাক্তার

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরে এবার করোনা ভাইরাসে আক্রান্ত একজন ডাক্তার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কমলনগর উপজেলায় কর্মরত একজন ডাক্তার। তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার। বর্তমানে তিনি কমলনগর হাসপাতাল নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে কমলনগরে একজন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা চার এ পৌঁছালো। একজন ডাক্তারসহ লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৪-এ পৌঁছালো। খবরটি নিশ্চিত করে চট্টগ্রাম আইইডিসি’র পরামর্শ অনুযায়ী আজকেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন, জেলা সিভিল সার্জন অফিস। কয়েকদিন আগে সদর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামে আইইডিসি’তে পাঠানো হয়। এদিন তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তবে লক্ষ্মীপুরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এ পর্যন্ত একজনেরই পজেটিভ রয়েছে। এছাড়া মৃত অন্যান্যদের রিপোর্ট এখনো আসেনি বলে জানান সিভিল সার্জন অফিস। এ নিয়ে সদর-১০, রামগঞ্জ-১৬, রামগতি-৪ এবং কমলনগর উপজেলা করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে-৪জন। জেলায় একজন মৃতসহ মোট আক্রান্ত-৩৪ জন। এদিকে পূর্বে পজেটিভ হওয়া ২৪জনের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম আইইডিসি’তে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁরা সুস্থ আছেন। করোনা নেগেটিভ রিপোর্ট আসলে তাদেরকে বাড়ীতে পাঠিয়ে দেয়া হবে বলে জানান, সিভিল সার্জন অফিস। উল্লেখ্য, জেলায় চারজন ডাক্তার, নার্স হাসপতালে কর্মরত অন্যান্য ১৬জন স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী আগ থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অপরদিকে গত ১৩ এপ্রিল লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণার পর মঙ্গলবার পর্যন্ত ১৬তম দিন চলছে। এর মাঝেও মানুষ কভিড-১৯ এর ভয়াবহতাকে উপেক্ষা করে হাট-বাজার, পাড়া মহল্লা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেনা। এ ব্যাপারে আরো কঠোর কার্যকরি ব্যবস্থা নেয়া দরকার বলে এলাকাবাসী দাবি করেন।
×