ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় ডাক্তার নার্সসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১৩:৩৭, ২৮ এপ্রিল ২০২০

পাবনায় ডাক্তার নার্সসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলায় এক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৬ জনের করোনাভাইরাস পজেটিভ হয়েছে। এ নিয়ে পাবনায় ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলে আজ মঙ্গলবার সকালে পাবনা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ মেহেদি ইকবাল জানিয়েছেন, পাবনা জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১ স্বাস্থ্য কর্মীসহ ৬ জনের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়েছে। সোমবার রাত ১১ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের কাছে এ রিপোর্ট পাঠানো হয়েছে। এদের মধ্যে শহরের গোপাল পুরের ১জন ও ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ গ্রামের স্বামী ও স্ত্রী রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাবনা জেলায় ২৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ১৯১ জনের রিপোর্ট পাওয়া গেলে ৮ জনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। অপর ২ জন চাটমোহর ইপজেলার বাসিন্দা। তাদের এক জনকে ঢাকায় অপর জনের হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ৬ জন করোনাভাইরাসে আক্রান্তের পর মঙ্গলবার সকাল থেকে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে দেখা গেছে।
×