ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এ্যান্ডি মারের বিরুদ্ধে খেলবেন নাদাল

মাদ্রিদের চমক ক্যারোলিন ওজনিয়াকি

প্রকাশিত: ০০:৫৪, ২৬ এপ্রিল ২০২০

মাদ্রিদের চমক ক্যারোলিন ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ ভার্চুয়াল মাদ্রিদ ওপেনে খেলার ঘোষণা দিলেন এবার ক্যারোলিন ওজনিয়াকি। শুক্রবার লকডাউনের এই সময়টাতে অনলাইনের মাধ্যমে শুরু হতে যাওয়া প্রথমবারের মতো এই আসরে খেলার কথা নিশ্চিত করেছেন টেনিসকে বিদায় বলে দেয়া ডেনমার্কের এই তারকা খেলোয়াড়। তার সঙ্গে একইদিনে মাদ্রিদ ওপেনে খেলার নিশ্চয়তা দিয়েছেন ডোনা ভেকিচও। আর তাতেই পূর্ণ হয়েছে ১৬ জনের এই তালিকা। বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি। ২০০৯ সালে এই মাদ্রিদ ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু এ বছরেই টেনিসকে বিদায় বলে দেন তিনি। চলতি বছরে প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পরই র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নেন ড্যানিশ এই টেনিস তারকা। ভার্চুয়াল জগতের এই আসরে নাম লিখিয়ে দারুণ রোমাঞ্চিত ক্যারোলিন ওজনিয়াকি। এখানে খেলতে যেন তর সইছে না তার। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন বলেন, ‘এই আসরে খেলার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত। পিএস৪ কন্ট্রোলারের মাধ্যমে কতটা আমার নিজের দক্ষতা প্রমাণ করতে পারবো তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি। আমার প্রথম ম্যাচটার জন্য সত্যিই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’ ডোনা ভেকিচও ভার্চুয়ালি নিজেকে প্রমাণ করতে চান। তিনি বলেন, ‘অলনাইনে খেলাধুলার জগত থেকে আমার অবস্থান অনেক দূরে। তারপরও আমি আমার নিজের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করবো।’ ভেকিচ এসময় আয়োজক কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দুর্দান্ত একটা আইডিয়া। বিশেষ করে এই মুহুর্তে পুরস্কারের অর্থমূল্য দান করে দেয়ার ব্যাপারটা খুবই কার্যকরী।’ ডোনা ভেকিচ আর ক্যারোলিন ওজনিয়াকির আগে যে ১৪জন নাম লিখিয়েছেন তারা হলেন, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলিন্ডা বেনচিচ, কিকি বার্টেন্স, ইউজেনি বাউচার্ড, সোরানা ক্রিস্টিয়া, ফিওনা ফেরো, এ্যাঞ্জেলিক কারবার, মেডিসন কেইস, জোহানা কন্টা, ক্রিস্টিনা মাদেনোভিচ, ক্যারোলিনা পিসকোভা, কার্লা সুয়ারেজ নাভারো এবং এলিনা সিতলিনা। পুরুষ এককেও এই টুর্নামেন্টে অংশ নিবেন ১৬ জন প্রতিদ্বন্দ্বী। তবে ভার্চুয়াল মাদ্রিদ ওপেনে এ্যান্ডি মারের বিপক্ষে খেলবেন রাফায়েল নাদাল। অনলাইনে ভিডিও গেমসের মাধ্যমে নিজেদের বাসা থেকেই একে অপরের মুখোমুখি হবেন তারা। গায়েল মনফিলস এবং ডেনিস শাপোভালোভও রয়েছেন মারে নাদালের গ্রুপে। মারের স্বদেশী জোহানা কন্টাও প্রতিনিধিত্ব করবেন ভার্চুয়াল মাদ্রিদ ওপেনে। অনলাইনে তার মেধা ও দক্ষতার প্রমাণ দিবেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। গোটা দুনিয়া জুড়েই এখন করোনাভাইরাসের তা-ব। এই ভাইরাসের প্রাদুর্ভাবে কোনো ধরনের খেলাই হচ্ছে না এখন। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফর্মুলা ওয়ানের মতো করোনাভাইরাসের ছোবলে বন্ধ টেনিস খেলাও। সেজন্য বাতিল হয়ে যায় চলতি বছরের মাদ্রিদ ওপেন। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে যাচ্ছেন আয়োজকরা। টুর্নামেন্টের ভার্চুয়াল সংস্করণ আয়োজন করার মাধ্যমে। সারা বিশ্বেই যখন চলছে লকডাউন। সবাই তাই ঘরবন্দী। বাইরে বের হওয়াই মানা। সেজন্য এ আয়োজন। যাতে ঘরে বসে খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারেন এই টুর্নামেন্টে। আসরটা মূলত তহবিল গড়ার উদ্দেশ্যেই করা। প্রাইজমানির এক লাখ ৫০ হাজার ইউরোর পুরোটাই ব্যয় করা হবে মহৎ কাজে। যার একটা অংশ আর্থিকভাবে কষ্টেথাকা খেলোয়াড়দের দান করতে পারবেন বিজয়ীরা। টেনিস ওয়ার্ল্ড ট্যুর ভিডিও গেমের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেবেন এ আসরে। অবশ্য এ গেমে নেই ৩২ বছরের মারের কোনো খেলোয়াড় চরিত্র। তবে তিনি খেলতে পারবেন স্বদেশী তারকা কাইল এডমুন্ডের চরিত্রে। কিংবা নিজের যুগ থেকে বেরিয়ে এসে আন্দ্রে আগাসি বা জন ম্যাকেনরোর চরিত্রে। ভার্চুয়াল এই টেনিস টুর্নামেন্ট হবে ২৭-৩০ এপ্রিল।
×