ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৮১ জন

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ এপ্রিল ২০২০

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৮১ জন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভাগে মোট ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ৮১ জনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। এরমধ্যে বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৩ জন, ভোলায় দুইজন, পিরোজপুরে পাঁচজন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ছয়জন। সূত্রে আরও জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৮৩৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরমধ্যে ৪ হাজার ৫৯৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ৫০৭ জন। বরিশাল শেবাচিম হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩৬ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ৬৪ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনজন করোনা আক্রান্ত রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বরিশালের মুলাদী উপজেলায় একজন, পটুয়াখালীর দুমকি উপজেলায় একজন ও বরগুনার আমতলী উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন।
×