ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ এপ্রিল ২০২০

করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৭ জন মারা গেছেন। সম্প্রতি ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৯২ জন। এমন পরিস্থিতির মধ্যেও ব্রাজিলে বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে নেয়ার পক্ষে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সদ্য নিযুক্ত ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী ডা. নেলসন টেইক বলেন, দেশজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় বলা যাবে না যে করোনার বিস্ফোরণ ঘটেছে। ব্রাজিলে করোনার পরীক্ষা বাড়ানোর কারণে এমন ফলাফল হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে প্রেসিডেন্টের মতো দেশটির স্বাস্থ্য মন্ত্রীও চাচ্ছেন করোনা আতঙ্ক কাটিয়ে আবার চালু হোক ব্রাজিলের অর্থনীতির চাকা। এ নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী ডা. নেলসন টেইক জানায়, ব্রাজিলের অর্থনীতি পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে সাও পাউলো রাজ্যে। রাজ্যটিতে আগামী ১১ মে থেকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করেছে ব্রাজিল সরকার। এছাড়া ব্রাজিলের রিও ডে জেনিরো, ব্রাসিলিয়াসহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে।
×