ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চীনের সুইফেনহে শহর লকডাউন, আক্রান্ত বাড়ছে

প্রকাশিত: ০৭:২৬, ১১ এপ্রিল ২০২০

 চীনের সুইফেনহে  শহর লকডাউন, আক্রান্ত বাড়ছে

চীনের সীমান্তবর্তী শহর সুইফেনহেতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ শহরটিকে ‘সম্পূর্ণ অবরুদ্ধ’ ঘোষণা করেছে। কোভিড-১৯ এর প্রকোপ কমে আসায় দেশটির অন্যান্য অঞ্চল থেকে একে একে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ উঠলেও সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সীমান্ত লাগোয়া সুইফেনহেতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। শিনহুয়া। সুইফেনহে শহরটি বেজিং থেকে এক হাজার মাইল দূরে অবস্থিত। কর্তৃপক্ষ শহরটির প্রায় সব বাসিন্দাকেই ঘরে থাকার নির্দেশ দিয়েছে হয়েছে বলে বিবিসি জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যাতায়াতের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া হলেও পণ্যসামগ্রীর চলাচল অব্যাহত থাকবে। আক্রান্তদের চিকিৎসায় ৬০০ শয্যার একটি হাসপাতাল বানানোর কাজ চলছে। চীন বুধবার বিদেশ ফেরত যে ৫৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল, তার মধ্যে ২৫ জনই সুইফেনহে হয়ে দেশে ঢুকেছেন, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আক্রান্ত এ চীনা নাগরিকরা সবাই মস্কো থেকে ভ্লাদিওভস্তক এসেছিলেন, রাশিয়ার এ শহরটি সুইফেনহে থেকে মাত্র ১৫৫ কিলোমিটার দক্ষিণে। নতুন আক্রান্ত সব রোগীকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে; এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। একই পথ দিয়ে সুইফেনহেতে আসা আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও উপসর্গ না থাকায় তাদের আলাদা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সুইফেনহের স্থানীয় সরকার জানায়, মঙ্গলবার থেকেই তাদের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে; যদিও মালবাহী যানগুলো এ নির্দেশের আওতামুক্ত। লকডাউন ঘোষণা করা হলেও এক লাখ বাসিন্দার সুইফেনহেতে উহানের মতো কড়াকড়ি আরোপ করা হয়নি।
×