ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বকেয়া না পাওয়ায় রেফারিরা পরিবার নিয়ে অনাহারে

প্রকাশিত: ০৯:২০, ৭ এপ্রিল ২০২০

বকেয়া না পাওয়ায় রেফারিরা পরিবার নিয়ে অনাহারে

স্পোর্টস রিপোর্টার ॥ রেফারি মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নির্দিষ্ট যে কোন ধরনের খেলা পরিচালনা করেন। পাশাপাশি তিনি নিরপেক্ষতা বজায় রেখে সব ধরনের সিদ্ধান্ত দ্রুত প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট খেলা পরিচালনা করেন। খেলার পরিচালক হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় দুই পক্ষের খেলোয়াড়দের ভুল-ত্রুটি নির্দেশ করেন। ফুটবলে কঠিন কাজগুলোর মধ্যে রেফারিংটা নিশ্চয়ই অন্যতম। রেফারিদের প্রতিটি সিদ্ধান্তই কোচ, খেলোয়াড় এবং দর্শক দ্বারা চুলচেরা বিশ্লেষণ ও যাচাই করা হয়। ফুটবলারদের বেতন নিয়ে সারাবছরই আলোচনা হয়। সরগরম থাকে ফুটবল অঙ্গন। কিন্তু মাঠে দামী ফুটবলারদের পরিচালনায় বা খেলার সৌন্দর্য রক্ষায় যারা থাকেন, তাদের পারিশ্রমিক নিয়ে কখনও আলোচনা হয় না! এমনকি বাংলাদেশের রেফারিদের বেতন পরিশোধ নিয়ে কি কখনও মাথা ঘামায় দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? দুঃখজনক হলেও নির্মম সত্যিÑ বাফুফে কয়েকমাস ধরে তাদের অধীনে থাকা সব পেশাদার রেফারিদের পারিশ্রমিক বা বেতন আটকে রেখেছে! যেসব পর্যায়ের টুর্নামেন্টে দায়িত্ব পালন করে রেফারিরা এখনও তাদের বেতন বুঝে পাননি, সেগুলোর তালিকাÑ বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ, বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল, চলতি লীগের ৩৬ ম্যাচ পর্যন্ত), বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ (বিসিএল ২য় পর্ব), তৃতীয় বিভাগ ফুটবল লীগ, পাইওনিয়ার ফুটবল লীগ এবং চলতি মহিলা ফুটবল লীগসহ বিগত কয়েক বছরের বকেয়া। রেফারিদের প্রাপ্ত পাওনা বাফুফে নানা টালবাহানায় না দিলেও করোনাভাইরাসের এই সঙ্কটময় মুহূর্তে তহবিল থেকে ঠিকই প্রতিদিন দুপুরবেলা ওই এলাকার ২০০ দরিদ্র মানুষকে একবেলা করে খাবার সরবরাহ করছে! তাদের এই কার্যক্রম করোনাভাইরাসের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতোমধ্যেই বাফুফের কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা ফিফা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অথচ তারা কি জানেন, বাফুফে দরিদ্রদের রোজ একবেলা করে খাবার দিলেও তাদেরই অধীনে থাকা রেফারিদের পাওনা বেতন বছরের পর বছর ধরে আটকে রেখেছে? রেফারিদের টাকা দিতে গেলে বাফুফের নানা রকম সমস্যা হয়। গত এক যুগ ধরে বর্তমান কমিটি বাফুফের মসনদে বসে ফুটবলের উন্নয়নের নামে যে লীলাখেলা খেলেছে, তাতে ফুটবলের বারোটা বেজে গেছে! তাদের ভাবমূর্তি শূন্যের কোটায়। অসহায়দের খাবার দেয়া প্রশংসার দাবি রাখলেও রেফারি ও তাদের পরিবারগুলো বাঁচল কি মরল এদিকেও নজর দেয়া উচিত বাফুফের।
×