ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরের রাস্তায় রাস্তায় মৃতদেহ !

প্রকাশিত: ০৮:২৫, ৭ এপ্রিল ২০২০

ইকুয়েডরের রাস্তায় রাস্তায় মৃতদেহ !

করোনা সংক্রমণ বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের সবচেয়ে জনবহুল শহর গুয়াইয়াকিলের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে আছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে করোনাভাইরাস মহামারীর কারণে উপচে পড়া রোগী ও মৃতদেহের কারণে শহরটির সরকারী সেবা বিভাগগুলো প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। সিএনএন জানিয়েছে, ওই শহরের হাসপাতালগুলোতে অসুস্থ রোগী ভর্তি করার মতো শয্যা অবশিষ্ট নেই। মর্গ, কবরস্থান ও অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাপনাও চাপে আছে। শহরটির কিছু বাসিন্দার উদ্ধৃতি দিয়ে ওই গণমাধ্যমটি জানিয়েছেন মৃতদেহ দাফন করার ব্যবস্থা করতে না পেরে বা রাখার জায়গা না পেয়ে সেগুলো বাড়ির বাইরে রাস্তায় রেখে দিতে হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ পরে থাকা মৃতদেহগুলোকে দাহ করছে। অনেক পরিবারই জানিয়েছে, তাদের মৃত স্বজনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ ছিল; আর অন্যরা বলছেন, রোগীতে উপচেপড়া গুয়াইয়াকিলের হাসপাতালগুলোতে তাদের অসুস্থ স্বজনের ভর্তি করানো যায়নি, তারা বিনা চিকিৎসায়ই মারা গেছেন। ৩০ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে ফের্নান্দো স্পানা নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেছেন, আমরা পাঁচদিন ধরে অপেক্ষা করেছিলাম। যতবারই আমরা ৯১১ নাম্বারে ফোন করেছি তারা আমাদের শুধু অপেক্ষা করতে বলেছে, তারা ব্যবস্থা নেয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছে। এরপর ক্যামেরা ঘুরিয়ে তিনি একটি জানালা দিয়ে আরেকটি ঘরের ভেতরে রাখা কালো পলিথিনে মোড়ানো লাশের মতো আকৃতির কিছু একটা দেখান, সেটির ওপরে দুটি ফ্যান ঘুরছিল। এর পাশাপাশি গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে শহরটির রাস্তা ও প্রকাশ্যস্থানে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সিএনএন জানিয়েছে ২৮ লাখ বাসিন্দারা বন্দর শহরটি ইকুয়েডরের করোনাভাইরাস মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে। -সিএনএন
×