ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনায় তরুণরা ঝুঁকিমুক্ত নয় ॥ বিশ্ব স্বাস্থ্যসংস্থা

প্রকাশিত: ০৮:৫৮, ২২ মার্চ ২০২০

করোনায় তরুণরা ঝুঁকিমুক্ত নয় ॥ বিশ্ব স্বাস্থ্যসংস্থা

করোনাভাইরাস বয়স্কদের বেশি আক্রান্ত করলেও তরুণরা ঝুঁকিমুক্ত নয়। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান টেড্রস আডানম গ্যাব্রিয়েসুস। তিনি বলেন, এই রোগে বেশি আক্রান্ত হয়েছে বয়স্করা। তাই বলে তরুণরাও রেহাই পায়নি। অনেককেই চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে। তিনি জানান, ‘তরুণদের বলতে চাই। আপনারাও ঝুঁকিমুক্ত নন। এই ভাইরাস আপনাকে কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে পাঠাতে পারে, এমনকি হত্যাও করতে পারে। যদি আপনি অসুস্থ নাও হন, তারপরও আপনি কোথায় যাচ্ছেন সেটার ওপর অন্য কারও জীবন ও মৃত্যুর পার্থক্য নির্ভর করে। তবে আমি খুশি যে অনেক অনেক তরুণ সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে কিন্তু ভাইরাসটি ছড়াচ্ছে না।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী অবস্থার ডিরেক্টর মিকাইল রায়ান বলেন: ইতালির আক্রান্তদের ৩ জনের একজনের বয়স ৭০ এর নিচে। চীনে নতুন করে কোন আক্রান্তের খবর না পাওয়ায় আশার আলো দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ২৪ ঘণ্টায় সেখানে নতুন কোন কোভিড-১৯ এ আক্রান্তের খবর পাওয়া যায়নি। ডিসেম্বরের পরে এমন ঘটনা ঘটল এই প্রথমবার। টেড্রস আডানম গ্যাব্রিয়েসুস বলেন: এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে উহান। তবে সতর্কবার্তাগুলো এখনো মেনে চলতে হবে। কারণ যে কোন সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। যেসব দেশ বা শহর করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে তারা বিশ্বের অন্যান্য দেশকে আশা ও সাহস দিচ্ছে। এখনও চীনে কিছু কিছু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। তারা দেশের বাইরে থেকে আগত। টেড্রস বলেন: সবচেয়ে বেশি চিন্তার বিষয় ছিল এই ভাইরাসের প্রভাব। সেটা হয়তো জনগণের স্বাস্থ্যহানি ঘটাবে বা জনগণকে অরক্ষিত করবে। তবে এই সময়ে সামাজিক দূরত্ব নয় বরং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছে সংস্থাটি। মানে শারীরিকভাবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে অন্যান্য উপায়ে যোগাযোগ রাখুন। তাহলে ভাইরাসটি ছড়াবে না আবার মানসিক স্বাস্থ্যও ভাল থাকবে। এই সঙ্কটের সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্বই সবথেকে বেশি। ট্রেডস এই সময়ে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেন। সেজন্য নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ তার। ধূমপানে ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়ে। তাই ধূমপান না করার কথা বলছেন তিনি। -বিবিসি
×