ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেসিকে থামাতে লাথি মারার কৌশল

প্রকাশিত: ১২:২৬, ২০ মার্চ ২০২০

মেসিকে থামাতে লাথি মারার কৌশল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ছন্দে থাকলে প্রতিপক্ষের বিপক্ষে অবিশ্বাস্য সব পারফর্মেন্স উপহার দেয়ার নামই এলএম টেন। সেই সময় বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারকে থামানোটা যে কারও জন্য কষ্টসাধ্য ব্যাপার। তবে বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকারকে থামানোর জন্য লাথি মারার কৌশল অবলম্বন করতেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। হ্যাাঁ, দীর্ঘদিন পর আইনগতভাবে নিষিদ্ধ এই কাজটি করার কথাই স্বীকার করেছেন ফিলিপ মেলো। সেলেসাওদের জার্সিতে ২০১০ বিশ্বকাপ খেলা এই ব্রাজিলিয়ান ফুটবলার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে ফিলিপ মেলো বলেন, ‘সে (মেসি) অনন্য খেলোয়াড়। ব্রাজিলের হয়ে তার মুখোমুখি হলে আমরা বলতাম, আমাদের প্রত্যেককে একবার করে তাকে লাথি মারতে হবে। এটা না করলে তাকে আটকে রাখা ভীষণ কঠিন ছিল। আমরা তাকে বড় আঘাত করতে চাইনি। শুধু ছন্দটা নষ্ট করতে চেয়েছি- কৌশলগত বিষয় আরকি।’ ইন্টার মিলান, জুভেন্টাস, গ্যালাতেসারাইয়ে খেলা এই মিডফিল্ডার ২০১০ সালে সর্বশেষ দেশের জার্সিতে খেলেছেন। সাক্ষাতকারে তিনি মেসির সঙ্গে রোনাল্ডোর তুলনাও টেনেছেন। তবে কড়া ট্যাকলের জন্য মাঝে মধ্যে নিন্দার শিকারও হয়েছেন মেলো। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়েও এগিয়ে মেসি। মেসি অবিশ্বাস্য, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়েও ভাল। ক্রিস্টিয়ানো পঁচা গোল করতে পারে। কিন্তু মেসি নিজে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করাবে। সে একজন পরিপূর্ণ ফুটবলার।’ পেশাদারী ক্যারিয়ারে ব্রাজিল, স্পেন, ইতালি ও তুরস্কের ঘরোয়া ফুটবলে খেলেছেন ৩৬ বছর বয়সী এ মিডফিল্ডার। একেক জায়গায় রেফারিকে একেকভাবে মাঠের খেলা পরিচালনা করতে দেখেন মেলো। তবে তার সেরা পছন্দের তালিকায় কোপা লিবার্তোদোরেস। কেননা এখানে লাথি মারলে কোন রেফারি ছেড়ে দেয় কেউ আবার লালকার্ড দেখায়। ব্রাজিলিয়ান রেফারি থাকলে লালকার্ড দেখাতে পারে, আর্জেন্টাইন হলে সবসময় না।
×