ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘শতাব্দীর মহানায়ক’ আজ

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মার্চ ২০২০

শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘শতাব্দীর মহানায়ক’ আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘যতকাল রবে পদ্মা যমুনা, গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের অজ-পাড়াগাঁ মধুমতি আর বাঘিয়ার নদীর তীরে এবং হাওড়-বাঁওড়ের মিলনে গড়ে ওঠা বাংলার অবারিত গ্রাম টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেয়া খোকা নামের শিশুটি কালের আবর্তে হয়ে উঠেছিলেন নির্যাতিত-নিপীড়িত বাঙালীর ত্রাণকর্তা ও মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালীর অবিসংবাদিত নেতা। গোপালগঞ্জের খোকা শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধুর জাতির জনক হয়ে ওঠার অনন্য সাধারণ পথযাত্রা নিয়ে শিল্পায়িত থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফি ‘শতাব্দীর মহানায়ক’। মুজিববর্ষের উদ্বোধনীতে শিল্পকলা একাডেমির প্রযোজনায় ‘শতাব্দীর মহানায়ক’ পরিবেশন হবে আজ মঙ্গলবার। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ‘শতাব্দীর মহানায়ক’ শিরোনামে এই থিয়েট্রিকাল কোরিওগ্রাফির ব্যাপ্তিকাল ৪৫ মিনিট। এতে অংশ নেবে সহস্রাধিক শিল্পী ও কলাকুশলী। প্রযোজনাটির গবেষণা, গ্রন্থনা ও নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একাডেমির ব্যবস্থাপনায় খ্যাতিমান দেশী বিদেশী শিল্পীদের নির্দেশনায় থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফিটি নির্মাণের জন্য দুইমাস যাবত মহড়া করছে প্রায় এক হাজার শিল্পী ও কলাকুশলী। এর উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী। জানা যায় প্রযোজনাটিতে খোকা থেকে বঙ্গবন্ধু, নেতা থেকে জাতির পিতা, কর্মী থেকে রাজনীতির কবি, জননেতা থেকে বিশ্বনেতা, শৈশব কৈশোর যৌবনের সংগ্রামী ও প্রতিবাদী মুজিব, তেইশ বছরের করুণ ইতিহাস, তিন হাজার ৫৩ দিনের কারাবাস এবং স্বাধীনতার স্বপ্ন, দেশ গড়ার সংগ্রামে বঙ্গবন্ধুর চেতনাদীপ্ত সুর, বাণী ও ছন্দের নিখুত গাঁথুনিতে বঙ্গবন্ধুর স্বপ্ন, সংগ্রাম ও আদর্শকে ফুটিয়ে তোলা হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে আরও থাকছে শত শিল্পীর যন্ত্রসঙ্গীত পরিবেশনা, শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত, শিশুসঙ্গীত, শত শিল্পীর কণ্ঠে জন্মশতবর্ষের থিম সংসহ বর্ণাঢ্য আয়োজন।
×