ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:৩৯, ১০ মার্চ ২০২০

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৭৫ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ২৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। বিএসআরএম লিমিটেড ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কনফিডেন্স সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এম.এল ডাইং, ওরিয়ন ইনফিউশন, কুইন সাউথ টেক্সটাইল, রেনেটা, এসকে ট্রিমস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শেয়ারবাজারে আসছে চার্টার্ড ইন্স্যুরেন্স অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে বীমা খাতের চার্টার্ড ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে সম্প্রতি কোম্পানিটি ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে পুঁজিবাজারে কি পরিমাণ শেয়ার ছেড়ে কত টাকা উত্তোলন করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। এ বিষয়ে ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস জানান, কোম্পানিটির পরিশোধিত মূলধন সংক্রান্ত বিষয়ে এখনও আইডিআরএ এবং বিএসইসির নির্দেশনা পাওয়া যায়নি। যে কারণে চার্টার্ড ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে কত টাকা উত্তোলন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
×